সিজে নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যা, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
একই কর্মসূচি উপলক্ষে বিকালে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ যুবদল নেতৃবৃন্দ।
একই দাবিতে সন্ধ্যায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজুর নেতৃত্বে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।