নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে প্রতিবেশির উপর হামলার ঘটানায় ছামিউল হক (৫৫) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে গ্রেফতার ছামিউল হককে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ছামিউল হক উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা এলাকার মৃত তোজাম্মেল হকের ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুর শহরের ইকবালপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত জুন মাসের ১৪ তারিখের দিকে চরপলিশা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫) বাদী হয়ে ছামিউল হকসহ ৬জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, চরপলিশা এলাকার মৃত তোজাম্মেল হকের ছেলে সালাহউদ্দিন (৫৮) ও শাহিন (৩৮), ময়নাল হকের ছেলে আসিফ (২২) ও আরিফ (৩০), সালাহউদ্দিনের ছেলে শ্যামল (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত জুন মাসের ১১তারিখের দিকে পূর্ব শত্রুতার জের ধরে চরপলিশা এলাকার মৃত আছাদুজ্জামানের ছেলে রাজু আহম্মেদ ও তার স্ত্রী জাহানারা বেগমকে মারধর করে একই এলাকার ছামিউল হক ও তার সহযোগীরা। এতে রাজু ও তার স্ত্রী জাহানারা বেগম গুরুতর আহত হয়। রাজু ও তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওমেদ আলী মন্ডলের ছেলে জুলহাসকেও পিটিয়ে আহত করে। এঘটনায় রাজু, জাহানারা ও জুলহাসসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে ভর্তি করে। এঘটানায় জুন মাসের ১৪ তারিখের দিকে চরপলিশা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫) বাদী হয়ে ছামিউল হকসহ ৬জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মামলার ১নং আসামী ছামিউল হককে জামালপুর শহরের ইকবালপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার ১১টার দিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।