নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরের ধর্ষণ মামলার বাদীর পরিবারের উপর হামলা ঘটনার মামলার আসামী এবং ধর্ষণ মামলার মূল হোতা ইলিয়াস নামে এক শিক্ষককে আটক করেছে জামালপুর ডিবি পুলিশ।ক
বাক-বুদ্ধি প্রতিবন্ধী চাচাতো ভাইয়ের মেয়েকে প্রথমে অপহরণ, পরে রাতভর ধর্ষণের ঘটনার এক নম্বর আসামি এই আটকৃত ইলিয়াস। যে শিক্ষক জাতির ভবিষ্যৎ গড়ার কথা, সেই উত্তর গামারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হয়ে উঠেছে এলাকার অসামাজিকতা ও পাশবিকতার মাস্টারমাইন্ড।
উল্লেখ্য যে,ইসলামপুর পৌর শহরের ভাটিপাড়া প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গত বুধবার জামিন না হওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী পরিবারের উপর হামলা চালায় সেই হামলা ঘটনার মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেন।
ভোক্তভোগী আতিকুল্লাহ পরিবারের অভিযোগ, বাক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামীরা জামিন না হওয়ায় বুধবার আসামী পক্ষের লোকজন বাড়িতে এসে তার পরিবারের উপর হামলা করে বাবা, ভাই-বোনকে গুরুর আহত করে। এরপর সকালে নিজেরাই নিজেদের বাড়ি ঘরে জিনিসপত্র এলোমোলো করে মিথ্যা অভিযোগ তুলে মামলা করার পায়তারা করে। তারা ধর্ষণ মামলা এবং মার্ডার মামলা থেকে বাঁচার জন্য নিজেদের বাড়ি ঘরে নিজেরাই ভাংচুর করে। এছাড়াও প্রতিবন্ধীকে অপহরণ এবং ধর্ষণ মামলা হওয়ার পর থেকে, ধর্ষণ মামলাকে কেন্দ্র করে আসামিরা ভিকটিমের পরিবারকে নানা ভাবে নির্যাতন করে আসছে। ধর্ষণ মামলা পরবর্তী ভিকটিমের পরিবারের উপর পরপর ইতোমধ্যে ৪টি হামলা করে, সবগুলো হামলার মামলা আদালতে চলমান রয়েছে।”
এব্যাপারে ভোক্তভোগী আতিকুল্লাহ পরিবার ধর্ষণ মামলার আসামীদের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।