1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে দুলাভাইসহ তিন জনের লালসার শিকার এক কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে দুলাভাইসহ তিন জনের লালসার শিকার এক কিশোরী (১৩)অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিঘলকান্দি পশ্চিম পাড়া গ্রামের ফিরোজের মেয়ে (১৩)বছরের কিশোরীকে প্রতিবেশী ফুফাতো বনের জামাই দুলাইভাই রিয়াদ, শাহিদুল ও সুলাইমানসহ তিন জন বিভিন্ন সময় তাকে ছলনা করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে ভোগ করে। এক পর্যায়ে সে ৫মাসের অন্তসত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে।
স্হানীয়রা জানান, ঘটনার সাথে তার দুলাভাইসহ তিনজন জড়িত থাকলেও দুইজন বিবাহিত হওয়ায়
পরিবারের সিদ্ধান্তে শুধু সুলায়মান(১৪) নামে থানায় অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনা প্রকাশ  পর হতে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে দুলাভাই রিয়াদ তার শালির পেটের সন্তান নষ্ট করার জন্য ইসলামপুর উপজেলা গুঠাইল তাহের ডাক্তারের চেম্বার সহ কিশোরীটিকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে মেলান্দহ সরকারি হাসপাতালে ও বিভিন্ন জায়গা নিয়ে  গিয়ে সন্তান নষ্ট করার চেষ্টা করে ব্যার্থ হয়।
এই ঘটনা জানাজানি হলে স্হানীয় মাতব্বরা গত শনিবার ১৩এপ্রিল শুধু সুলায়মানকে নিয়ে শালিসী বসে। শালিসীতে সুলায়মানের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় ও অভিযুক্ত আরও দুইজন শালিসীতে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। আগামী ৫দিনের মধ্যে তাদের হাজির করে আাবারও শালিস বসার সিদ্ধান্ত হয়। কিন্তু
পরের দিন রবিবার মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুলাই ভাইদের বাঁচাতে কিশোরীটির পরিবার আইনের বিচার পেতে অভিযুক্ত দুলা ভাই রিয়াদ ও শাহিনকে বাদ দিয়ে শুধু এক জনের নামে থানায়
অভিযোগ করার পায়তারা করছে।
অভিযুক্ত মেয়ের দুলাই রিয়াদের শাশুড়ি মিরা বেগম জানান,আমার মেয়ে জামাই রিয়াদ শালি হিসাবে তাকে মটরসাইকেল নিয়ে এদিক-সেদিক ঘোরা ফেরা করেছে। সে যদি অপরাধী হয় তাকে দিয়েই বিয়ে পড়ানো হবে।
এব্যাপারে শালি অভিযুক্ত প্রতিবেশী এলাকার ঘর জামাই একই ইউনিয়নের গামারিয়া এলাকার ছালামের ছেলে শাহিদুল ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে কাওয়াকে পাওয়া যায়নি।
এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, এখনও এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট