1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকল্পের পিসি বাণিজ্য সহ নানা অনিয়ম ইসলামপুরে পিআইও খবিরুজ্জামান খান স্ট্যান্ড রিলিজ ইসলামপুর ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ  ইসলামপুরে বিএনপি ও শ্রমজীবীদের নানা আয়োজনের মে দিবস  পালন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দেওয়ানগঞ্জে দুলাভাইসহ তিন জনের লালসার শিকার এক কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা সরিষাবাড়ী ট্রাক পরিবহন মালিক সমিতি অফিসে তালা ঘটনায় মালিক-শ্রমিকদের ক্ষোভ হলফনামা শর্ত ভঙ্গ করায় ইসলামপুরে পিতাসহপুত্র শহিদুল্লাহ জেলহাজতে  ইসলামপুর ধনতলা কমিউনিটি ক্লিনিক সেবা বঞ্চিত এলাকাবাসী: দেওয়ালে এখনো শেখ হাসিনার বাণী! বিএনআই পাবলিক স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির দ্বিতীয় মাসের চাল বিক্রি শুরু

হলফনামা শর্ত ভঙ্গ করায় ইসলামপুরে পিতাসহপুত্র শহিদুল্লাহ জেলহাজতে 

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

হলফনামা শর্ত ভঙ্গ করায়  ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ গ্রামের আবুল কাশেম(৫৮) ও ভূয়া মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ধারী শহিদুল্লাহ(৪০)কে আজ রবিবার জেলহাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

অভিযোগে জানা যায়, ২০১১ সালে ইসলামপুর পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ গ্রামের মুহাম্মদ আনোয়ার কবির(৪৫) ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে ডেবরাইপেচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যার বর্তমান নাম আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস  ম্যানেজমেন্ট কলেজ। উক্ত প্রতিষ্ঠান,চাকুরী ও জমিজমা নিয়ে ডেবরাইপেচ গ্রামের আবুল হোসেন ও তার পুত্র  শহিদুল্লাহ গংদের সাথে বিরোধ চলে আসছিল।

এক পর্যায়ে আবুল কাশেম বাদী হয়ে হয়রানি মূলক উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার কবির গংদের বিরুদ্ধে আদালতে পৃথক দুইটি মামলা করেন।  বিজ্ঞ আদালতের পরামর্শে এবং স্থানীয় মাতাব্বর গণের মধ্যস্থতায় উক্ত মামলা নিষ্পত্তি করার জন্য স্থানীয়ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। মামলা মিমাংসা হওয়ার শর্ত মোতাবেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট বাদীপক্ষ ৩০০টাকা স্ট্যাম্পে স্বাক্ষর করে ১৫ লক্ষ টাকা ও আরও ১৬ লক্ষ টাকাসহ মোট ৩১লক্ষ টাকা নেন এবং বাদী হলফনামায় অঙ্গীকার মোতাবেক আদালত থেকে মামলাগুলি নিজ দায়িত্বে তুলে নেন এবং অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষক, কর্মচারীগণের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, আপত্তি প্রত্যাহার করে নেন এবং শর্ত থাকে যে মামলা দুটি নিষ্পত্তির পর কোন আপত্তি অভিযোগ করলে তা আইনের দৃষ্টিতে অচল বলে গন্য হবে। কিন্তু সেসব শর্ত ভঙ্গ করে সরকার পরিবর্তনের পর আবারও টাকার লোভে অত্র প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ভূয়া প্রতিষ্ঠাতা পরিচয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ প্রদান,পাশ্ববর্তী উপজেলা থেকে ভাড়াটিয়া লোক দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে। আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস  ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গত ২৪ফেব্রুয়ারি/২৫ ইং তারিখে শর্ত ভঙ্গকারী প্রতারকদের বিরুদ্ধে জামালপুর,ইসলামপুর সি আর আমলী আদালতে ৪২০/৪০৫/৪১৭/১০৯ ধারার অভিযোগে মোকদ্দমা দায়ের করেন।

উক্ত মোকদ্দমায় আসামীদের প্রতি সমন জারি হলে রবিবার(১৩এপ্রিল) আসামীরা আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত ১নং আাসামী আবুল কাশেম ও তার পুত্র ২ নং আসামী শহিদুল্লাহকে জেলহাজতে প্রেরণ করে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট