1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

উন্নত চিকিৎসা অভাবে বাংলাদেশ টুডে প্রতিনিধি সুলতান আলম মৃত্যু পথযাত্রী

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:

উন্নত চিকিৎসা অভাবে বাংলাদেশ টুডে জামালপুর জেলা প্রতিনিধি সুলতান আলম মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছেন।

শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, সদা হাস্যোজ্জ্বল জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা  জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে’র জামালপুর জেলা প্রতিনিধি এম সুলতান আলম জন্ডিসসহ মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি তিনি ঢাকা পিজি হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা করেন। পরে হাসপাতালের ব্যয়ভার বহন করতে না পারায় সাংবাদিককে বাড়ি নিয়ে এসেছেন তার স্বজনরা। এখন তার নির্ঘুম রাত কাটে ক্যান্সারের ক্ষতযন্ত্রার চিৎকারে। স্বামীর নিদারুণ কষ্টে স্ত্রীর বোবা কান্না ছাড়া আর কোন পথ খুঁজে পাচ্ছেন না। বাড়িতে এসে উন্নত চিকিৎসা অভাবে মৃত্যুর প্রহর গুনছে।

পরিবারের লোকজন জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসা করলে হইতো সুস্থ করে তোলা সম্ভব।  এর জন্য প্রয়োজন ২৫থেকে ৩০লাখ টাকা।

জানা যায়, ইতিমধ্যে সহকর্মীরা স্থানীয় প্রশাসন এবং বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে যা দিয়েছিল সে টাকা প্রাথমিক চিকিৎসা বাবদই খরচ হয়ে গেছে। তাই

সাংবাদিকের জীবন বাঁচানে ২৫/৩০ লাখ টাকা যদি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সরকার, বিত্তবান সবাই এগিয়ে আসে তাহলে তাকে সুস্থ করে তোলা সম্ভব।

তাই এব্যাপারে তার পরিবারের লোকজন মিডিয়া হাউজ, সরকার সহ দেশের বিত্তবান সবার সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট