ওসমান হারুনী, সিজে নিউজ ডেস্ক: জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের কাজী আঁখ জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব)মোহাম্মদ আনোয়ার হোসেন।
জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক, জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসারহা শাহদাৎ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রোজিনা রোজি, সময় টিভি অনলাইন ইনচার্জ সাইদুল মাহমুদ ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কহিনুর আলম চৌধুরী সহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,অরাজনৈতিক সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দারিদ্র মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সংস্থার প্রতিটি কর্মকান্ড নিভিরভাবে পর্যবেক্ষন করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দেশের ৩৬টি জেলায় এই কার্যক্রম রয়েছে।
বাংলাদেশে প্রতিটি এলাকায় এই সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন বক্তারা।