বিশেষ প্রতিনিধি: জামালপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন সম্পাদক নুরুল হক জঙ্গি নিহত হয়েছে।
জানা গেছে, জামালপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল হক শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের বাইপাস এলাকায় তার খামার বাড়ী থেকে পত্রিকা অফিসে ফেরার সময় অটোরিক্সায় চাপায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরবর্তীতে সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছি ৭৫ বছর। তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মহুমের প্রথম জানাজা রবিবার সকাল ১১ টায় শহরের চামড়াগুদাম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদার সঞ্চালনায় প্রথম জানাজায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জান,জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুস সাত্তার, জামালপুর বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ, ডাক্তার ইউনূস,সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, দৈনিক আজকের জামালপুর সম্পাদক আব্দুর জলিল, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মুকুল রানা ও সাংবাদিক সৌকত জামান,এডভোকেট বজলুল হক,মরুহমের পরিবারের পক্ষে জীবনসহ অনেকেই বক্তব্য রাখেন।
জানা যায়, মরহুম সাংবাদিক নূরুল হক জংগী মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সিনাংলা গ্রামের মৃত আব্দুল হামিদ কবিরত্ব এর সুযোগ্য পুত্র ছিলেন। ১৯৮০ সালে মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। আশির দশকে তার সাংবাদিকতা শুরু। প্রথমে ময়মনসিংহ হতে প্রকাশিত সাপ্তাহিক দর্পন ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরে নিজেই পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন।
ব্যাক্তিগত জীবনে সদালাপী একজন তুখোড় কলম সৈনিক হিসেবে জামালপুর জেলায় সুপরিচিত ছিলেন। জামালপুর জেলায় সাংবাদিকদের দিকপাল গুরু হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।