নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে বেসরকারি এমএ রশিদ হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রতন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, হযরত শাহজামাল (র:) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সানরাইজ ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক খোকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার মধ্য রাতে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়ায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসীরা। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করার আল্টিমেটাম দেন বক্তারা। অন্যথায় জেলার সকল বেসরকারি হাসপাতাল বন্ধসহ কঠোর কর্মসুচি ঘোষণার হুশিয়ারি দেন তারা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানববন্ধনে গিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হবে।