ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
দি বাংলাদেশ টুডে জামালপুর জেলা প্রতিনিধি,জামালপুর জেলা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এম.সুলতান আলম নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি রাজিউন ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৫৫), বছর মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ভাই, দুই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ যোহর মরহুমের নামাজে জানাযা তার বাসার সামনে মসজিদে অনুষ্ঠিত শেষে তাকে লাঙ্গলজোরা পৌর কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, সদা হাস্যোজ্জ্বল জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক এম সুলতান আলম জন্ডিসসহ মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
সম্প্রতি তিনি ঢাকা পিজি হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা করে বাড়ি নিয়ে আসেন তার স্বজনরা। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে জামালপুরে সাংবাদিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে।