ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক: জামালপুরে ইসলামপুর উপজেলার সরকারি ইসলামপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আর নেই। তিনি শুক্রবার সকাল আনুমানিক ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬১বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ২পুত্র ১কন্যা,১ভাই ৪ বোন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা নামাজ তার শশুরবাড়ী রংপুরের পরীগঞ্জ ও দ্বিতীয় জানাযা শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে দল-মত নির্বিশেষে সকলে অংশ গ্রহণ করেন।
জানাজা পূর্ব মরহুমের প্রতি স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএস এম আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক পৌর মেয়র জিয়াউর হক জিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান সরকার, উপজেলা নায়েব আমির আমজাদ হোসেন, প্রভাষক আনিসুর রহমান আনিসসহ অনেকই বক্তব্য রাখেন।
তার অকাল মৃত্যুতে সরকারি ইসলামপুর কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক মহল ও সুধীমহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।।