জামালপুর প্রতিনিধি:
জামালপুরে রক্তের বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খালেদুল ইসলাম সায়েমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধন জামালপুর এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রক্তের বন্ধনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ, রক্তের বন্ধন জামালপুরের উপদেষ্টা শংকর চন্দ্র কর্মকার গোপাল, জাহাঙ্গীর সেলিম, আতিকুর রহমান সুমন, ওয়াহিদুজ্জামান রবিন, রক্তের বন্ধনের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মন্ডল, দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রুহুল আমীন, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম মানুষের জন্য বেশ নিবেদিত ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন বিষয়ের জ্ঞান সবাইকে মুগ্ধ করতো। গত বছরের ১৪ আগষ্ট ভোরে মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরে প্রয়াত খালেদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক হামিদুল হক সীমান্ত।