1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

মাহমুদপুর ইউনিয়নে ইউপি সদস্য মজনুর বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজনু মিয়ার বিরুদ্ধে ভিজিএফ এর চাল গরীবদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (০৪ জুন) দুপুরে চাল না পেয়ে ইউনিয়ন পরিষদে হট্রোগল করে ৫নং ওয়ার্ডের কয়েক’শ চালের কার্ড থেকে বঞ্চিত গরীব দু:খিরা। মজনু মিয়া ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মেম্বার ও আদবাড়ীয়া গ্রামের বাসিন্দা

জানা গেছে, বুধবার সকাল থেকে ৫নম্বর ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ডের কার্ডধারী অতি দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুপুরের দিকে ৫নম্বর ওয়ার্ডের চালের কার্ড বঞ্চিত কয়েক’শ নারী মজনু মেম্বারের কাছে চালের কার্ড দাবী করলে মজনু কার্ড দিতে অস্বীকৃতি জানায়। এসময় পরিষদ চত্বরে হট্রোগল তৈরি হয়।

উপজেলা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অতি দরিদ্রদের জন্য মাহমুদপুর ইউনিয়নে উপজেলা থেকে ৬হাজার ৪৩০টি কার্ডের বিপরীতে ৬৪.৩০০ মে.টন ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়া হয়। এতে মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মজনু মিয়াকে নলছিয়া, বানাবান্দা ও আদবাড়ীয়া এই তিন গ্রামের জন্য ৫০৪টি কার্ড দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, ৫নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ৫০৪টি কার্ডের মধ্যে অল্প কিছু চালের কার্ড তার পছন্দের লোকদের দিয়ে বাকী কার্ড তার নিজস্ব লোকদের দিয়ে চাল উত্তোলন করে গোপনে বিক্রি করে দেন মজনু মেম্বার।

নলছিয়া গ্রামের ৭০ বছরের বিধবা তছি বেওয়া জানান, অনেকদিন আগে স্বামী মারা গেছে, আর ছেলের অবস্থাও ভালো না। প্রতি বছর দুই ঈদে ১০ কেজি চাল পাইতাম। এইবার তাও দেয় নাই মেম্বর।

একই এলাকার দক্ষিণ পাড়ার মৃত নুরুল ইসলামের স্ত্রী মজিরন বেওয়া বলেন, আমি অসুস্থ, আমার আয় রোজগারের কোন পথ নাই, ছেলেরা ঢাকায় যার যার সংসার নিয়ে ব্যাস্ত। ১০কেজি চালের আশায় ছিলাম মজনু মেম্বার তাও দিলো না।

শুধু তছি বেওয়া ও মজিরন নয় ৫নম্বর ওয়ার্ডের এমন অনেক বিধবা ও দরিদ্র নারী চালের কার্ড না পাওয়ার অভিযোগ করেন মজনু মেম্বারের বিরুদ্ধে।

এবিষয়ে অভিযুক্ত ৫নম্বর ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া জানান, পাবলিক ফাংশনে কিছু হট্রোগোল হবেই, আমি অন্য কিছু চুরি করলেও ভিজিএফ এর চাল চুরি করি না। আমার ওয়ার্ডের জন্য ৫০৪টি কার্ড পাইছি।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. সুকুমার চন্দ্র দাস জানান, ৫নম্বর ওয়ার্ডের জন্য ৫১০টির মতো কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। চালের কার্ড গুলো মেম্বাররাই বিতরণ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট