নিজস্ব প্রতিবেদক:
বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সাথে
জামালপুরে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) বিকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এর সাথে জামালপুর জেলার আইন-শৃঙ্খলার সার্বিক ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি), জামালপুর সেনা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের এবং গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।