ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক :বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)এর নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা আল মাহমুদকে জামালপুরের ইসলামপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর শহরের হাসপাতাল রোডে অবস্হিত মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কার্যালয়ে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটেরপরিচালক ইন্জিনিয়ারিং আলমগীর কবীরের সভাপতিত্বে সংবর্ণনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুরে কৃতি সন্তান বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)এর নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা আল মাহমুদ।
অন্যানের মধ্যে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যবসায়ী মাহামুূদুল্লাহ,হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল সিনান, শিক্ষার্থী অভিভাবক খোরশেদ আলম, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শিক্ষার্থী ইরাসহ অনেকেই বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামপুরের কৃতি সন্তান মোস্তফা আল মাহমুদ বলেছেন,
“আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা ব্যাপক। সকলের সকলের পরামর্শ, সমর্থন এবং সহযোগিতায় আমরা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব বলে আশা করি। আমি এমন কাজ করতে চাই যে, সারাদেশে সোলার সিস্টেমের মাধ্যমে ডলার সেইফ হবে,দেশের রিজাব বাড়বে। দেশর সুনাম হবে।
তিনি আরও বলেন,আমি সব সময় দেশের ব্যাকার সমস্যা ও যুব সমাজের উন্নয়নে ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাবো।”
ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশ্য মোস্তফা আল মাহমুদ বলেন, তোমাদের সাহস রাখতে হবে,নিজেরা কর্মক্ষম হও, এখানে শুধু ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ নয়:একদিন এখানে রোবট তৈরি কারখানা হবে।
আমার উদ্দেশ্য মানুষের ভাগ্য উন্নয়ন করা, মানুষের কল্যাণে কাজ করা।
যুব সমাজ ও ব্যাকাররা যে কাজ করলে নেশা ও মাদক থেকে দূরে থাকবে সে কাজ আমি তোমাদের জন্য করতে চাই। প্রয়োজনে আমি ইন্সটিটিউটের জায়গায় আরও সম্প্রসারণ করবো,যাতে সারাদেশ থেকে শিক্ষার্থী এখানে এসে শিক্ষা অর্জন করতে পারে।