মেলান্দহের মাহমুদপুরে প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো বিএনআই পাবলিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে বিএনআই পাবলিক স্কুলের নিজস্ব আয়োজনে স্কুল প্রঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনআই পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল হক বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য দেন স্কুলের পরিচালক ইদ্রিস আলী, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, রহমতুল্লাহ, স্কুলটির প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেনের ছেলে মেহেদী বিল্লাহ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. বাবুল ডাক্তার। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানের ছিলেন স্কুলটির সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম।
বিদায় অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন বিদায়ী শিক্ষার্থী শান্ত ইসলাম ও অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ আহমেদ ও হাবিবা রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজলা সিনিয়র আলিম মাদরাসার আরবী প্রভাষক মাহাব উল্লাহ।
বিএনআই পাবলিক স্কুল প্রতিষ্ঠার পর এই প্রথম ২৪জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। স্কুলটিতে দক্ষ পরিচালকের তত্ত্বাবধানে নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার পাঠদানের মাধ্যমে অনেক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্য সর্বোচ্চ বৃত্তি প্রাপ্তি, ভালো ফলাফল অর্জন, মান সম্মত লেখাপড়া, শিক্ষার্থীদের অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে সফলতার মাধ্যমে বেশ সুনাম অর্জন করে মাথা উচু করে দাড়িয়েছে।