নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে দুলাল সেখ( ৫৭) নামে কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৬জন। রোববার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি পাড়া এঘটনা ঘটে।
নিহত দুলাল শেকমেরুরচর ইউনিয়নে ভাটি কলকিহারা গ্রামের মৃত সেকান্দর শেকের ছেলে।
আহতরা হলেন, নূরচান মিয়া( ৪০), হেলাল উদ্দিন (৪৫), কামাল হোসেন (২৮), বিল্লাল হোসেন (৪০),নঈম উদ্দিন (৫০),মো: বিজয়( ৭)।
জানাগেছে, দীর্ঘ দিন থেকে মেরুরচর ইউনিয়নে ভাটি কলকিহারা গ্রামের বিল্লাল হোসেনদের সাথে একই গ্রামের দুলাল হোসেনদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরুদ্ধের জের ধরে রোববার সকালে দু"পক্ষে সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষে সংঘর্ষে দুলাল শেক গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে দ্রুত জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় দুলাল শেকের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।