প্রতিবাদ বিজ্ঞপ্তি: আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ঠিকাদারী ব্যবসা করে আসছি। অতিসম্প্রতি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে আমার বিরুদ্ধে অসত্য তথ্য উল্লেখ করা হয়েছে। কেবা কারা সংশ্লিষ্ট সংবাদদাতাকে যাচাই-বাছাই না করেই তথ্য সরবরাহ করে খবরটি প্রকাশ করিয়েছে। যা আদৌ সঠিক নয়। মূলত একটি প্রতারক চক্র আমার বাড়িতে এসে আমারকে নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়ে আমার কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে শটকে পরে। প্রতারক চক্রের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা প্রস্তুতি নিচ্ছি। প্রকাশিত উক্ত খবরটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদকারী, আব্দুল বাতেন প্রমানিকগ্রাম, ঢেংগারগড়,উপজেলা: ইসলামপুর,জেলা : জামালপুর।
প্রতিবেদকের বক্তব্য:ইসলামপুর থানা পুলিশ কর্তৃক আটক হয়ে উক্ত প্রতিবাদকারী জেল হাজতে প্রেরণ ঘটনাটিই সংবাদে প্রকাশ করা হয়েছে। সংবাদে পুলিশের বক্তব্যও রয়েছে।