1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

সিজে নিউজ ডেস্ক: ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মার্চ/২০২৫ মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন সভা শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।

ময়মনসিংহ র‌েঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে গত ২২এপ্রিল,মঙ্গলবার কর্ম-মূল্যায়ন ও অপরাধ পর্যালোচনা এক সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ র‌েঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের মার্চ/২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পরিসংখ্যানের ভিত্তিতে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসাবে নির্বাচিত হন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা’র নেতৃত্বে জামালপুর জেলা পুলিশ মার্চ মাসে ৬৩.৫১ স্কোর অর্জন করে শীর্ষস্থানে অবস্থান করেন। এই অর্জনের উল্লেখযোগ্য সাফল্যসমূহ হচ্ছে  মামলা নিষ্পত্তি-১৮৭, ক্লু-লেস মামলা নিষ্পত্তি-২০, সিআর মামলার নিষ্পত্তি-৪১, মোট ওয়ারেন্ট নিষ্পত্তি-৫৭৩, জিআর তামিল-৬০, জিআর রিকল-১৮০, সিআর তামিল-১১০, সিআর রিকল-১৪৩, সাজা তামিল-৪৪, সাজা রিকল-৩৬, হেরোইন-১২ গ্রাম, ফেন্সিডিল-১৪৩৪ বোতল, গাঁজা-১৪ কেজি ৫৫৫ গ্রাম, ইয়াবা-৮৭৩ পিস, বিদেশী মদ-৮০ বোতল, দেশী মদ-৪৭ লিটার, অন্যান্য উদ্ধার-২১৮৭, ভিকটিম উদ্ধার -২৩ জন, ৯৯৯ নিষ্পত্তি-৩৪২, নিয়মিত মামলার আসামী গ্রেফতার-৩২৭ জন, বিট ভিজিট-২২ টি।

এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল হিসাবে জামালপুর (সদর সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জামালপুরে যোগদানের পর হতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের এই মাসিক কর্মমূল্যায়ন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান জামালপুর জেলা পুলিশের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জন অন্যান্য জেলার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ওএইচ/সিজে নিউজ/২৬এপ্রিল/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট