1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

ন্যায় বিচার চায় ভোক্তভোগী শ্যামলী খাতুন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারী নির্যাতনকারী মামলার আসামী দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের অফিস সহকারী ওয়াহিদুল ইসলাম কাননের বিরুদ্ধে তার স্ত্রী শ্যামলী খাতুন নানান অভিযোগ তুলে প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের অফিস সহকারী ওয়াহিদুল ইসলাম কাননের ভোক্তভোগী স্ত্রী শ্যামলী খাতুনের অভিযোগ তার স্বামী দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী ওয়াহিদুল ইসলাম কানন তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এখন তার ও তার দুই সন্তানের কোন খোঁজ খবর নিচ্ছে না। বিষয়টি নিয়ে তার অফিস দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)শামছুজ্জামান আসিফের নিকট অবহিত করতে গেলে এসিল্যান্ডের কটাক্ষের শিকার হতে হয় তাকে। ওয়াহিদের পক্ষ নিয়ে এসিল্যান্ড খারাপ ব্যবহার করেন। পিয়ন ডেকে অফিস থেকে বেড়ে করে দেয় এবং নিজেও  হুমকি দেয় দেওয়ানগঞ্জে প্রবেশ করতে দিবে না বলে ।

শ্যামলী জানান, ওয়াহিদুল তিন দিনের অসুস্থতার ছুটি নিয়ে এক মাস ২২দিন হাজত খেটেছে । হাজতে থেকে ডাক যোগে অসুস্থতার ছুটি নিয়েছে । এই বিষয়গুলো তাকে জানালে সে (এসিল্যান্ড) আরো পক্ষপাত আচরণ করে ।

একজন অফিসারের এমন আচরণে হতাশ হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় সম্প্রতি ভূমি অফিস প্রাঙ্গনে  একটি সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার দাবি করেছেন ভোক্তভোগী শ্যামলী খাতুন। কিন্তু অদ্যাবধী উপজেলা প্রশাসন থেকে কোন ন্যায় বিচার এখনও তিনি পাননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট