নিজস্ব প্রতিনিধি: জামালপুরের ধানুয়াকামালপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে হানাদার মুক্ত দিবসে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসছনা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে অনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন পাক হানাদার বাহিনী। হানাদার মুক্ত হয় ধানুয়াকামালপুরের মাটি। আকাশে উঠে লাল সবুজের পতাকা। এর পর থেকেই প্রতিবছর অনুড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ধানুয়াকামালপুর মুক্ত দিবস পালিত হয়ে আসছে। ধানুয়াকামালপুর মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার আসমা-উল- হুসনা, বিএনপির আহবায়ক মানিক সওদাগর, যুগ্ন আহবায়ক কৃষিবিদ অধ্যাপক আবদুল্লাহ আল মোকাদ্দেস ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। মুক্ত দিবসে বকশীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযোদ্বাদের আজীবন সম্মান ও শ্রদ্ধা করার আহবান জানান।