নিজস্ব প্রতিবেদক:জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন(২৯) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১এর বিচারক আবু মো: আসিমুল এহসান এ রায় ঘোষনা করেন। আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও আসামির পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি আইনজীবী ফজলুল হক জানান,মামলার বাদী মোছা: রেখা খাতুনের সাথে আসামি বছির উদ্দিনের সাথে প্রেম সম্পর্ক গড়ে উঠে। যার ফলে রেখাকে বিয়ের প্রলোভন দেখির দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেয়।কিন্তু রেখা খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করলে ২০১৫ সালের ১০ জুন তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বছির উদ্দিন।
পরে রেখা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০১৫ সালের ২৫ জুন বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
পরে পুলিশ তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট প্রদান করলে ৮ জন স্বাক্ষী জবান বন্দী আদালতে প্রদান করে ।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ আদালতে আসামী বছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন।