1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ২ছেলের অস্ত্রের আঘাতে বাবা ও ফুফু গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই ছেলের দেশী অস্ত্রর আঘাতে পিতা হাসমত আলী( ৬৫) ও ফুফু জুলেখা খাতুন গুরুতর আহত হয়েছেন।

আহতরা ময়ময়নসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাংধরা ইউনিয়নে বাঘার চর নিমাইমারি এলাকায়। শনিবার সকালে সরেজমিনে জানাগেছে,গত ২৭ ই আগস্ট বুধবার রাতে ডাংধরা ইউনিয়নের নিমাইমারির বাসিন্দা হাসমত আলী (৬০)-এর দুই ছেলে আরিফ (২৩) ও আতিক (১৮) নিজেদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পিতা হাসমত আলীর উপর দেশী অস্ত্র রডদিয়েএলোপাতাড়ি ভাবে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্হলে হাসমত আলী মাটিতে পড়ে যায়। এঘটনায় তার বোন জুলেখা খাতুন উদ্ধার করতে এলে তাকেও মাথায় আঘাত করে। এলাকাবাসী উদ্ধার করে কুড়িগ্রামের রাজীব পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতে রের্ফাট করা হয়। আহত হাসমত আলী সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে আমার দুই ছেলে রড ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আমার বোনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। অভিযোক্ত আরিফের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট