মেহেদী হাসান সজীব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন,আনন্দ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যলয় থেকে আনন্দ বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে দলীয় কার্যালয় শেষ হয়। পরে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশে পুরাতন মুক্তি যোদ্ধা সংসদের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌফিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভ্যাচুয়ালে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশীদুজ্জামান মিল্লাত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল। অনুষ্টানে জাতীয়তাবাদী কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সেচ্ছা সেবক দল শক্তিশালি দল মানুষের সেবা করে থাকেন।আপনারা জানেন আগামী ফ্রেরুয়ারী মাসে জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে। সে ক্ষেত্রে নির্বাচনে সেচ্ছাসেবক দলের কঠিন ভুমিকা রাখতে হবে, ভোট কেন্দ্রে ভোটার উপস্হিত করতে হবে। অনুষ্টানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেচ্ছা সেবক দলের নেতা কর্মী উপস্হিত ছিলেন।অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।