ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াবা সেবনকারী মো. লুলু মিয়ার সাংগঠনিক ব্যবস্থা ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) জামালপুর শহরে একটি পত্রিকা অফিসে পাররামরামপুর ইউনিয়ন যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলন অভিযোগ করা হয়,এর আগে গত কয়েকদিন যাবতই পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুর রহমান এর সাথে একটি ঘরে বসে পাররামরামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির যুবদলনেতা লুলু মন্ডলের ইয়াবা সেবন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে চেক কালার সাদা শার্ট ও সাদা কালারের লুঙ্গী পরিহিত যুবদল নেতা লুলু মন্ডল লাল শার্ট পড়া আওয়ামী লীগ নেতার সাথে বসে ইয়াবা সেবন করতে দেখা যায়।
সংবাদ সম্মেলনে পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম মিন্টু,যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল বাকী ও যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী অনেই অভিযোগ করেন, লুলু মন্ডল মাদকসেবী ও বিক্রেতা। সব সময় আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখেই চলেছে। ৫ আগষ্টের পরে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিলেও, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজনদের যুবদলনেতা পূণর্বাসন করতে মরিয়া হয়ে উঠেন। সেই সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত মাদক ব্যবসা ও সেবন করাই তার কাজ। মাদকসেবি লুলু মন্ডলের কারণে যুবদলের সম্মানহানি হয়েছে। তাকে যদি ২৪ ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ইউনিয়ন যুবদলের নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবে।
এসময় উপস্থিত সকলেই লুলু মন্ডলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করেন।