মেহেদী হাসান, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে গাঁজার গাছ সহ গোলাম মোস্তফা অমরজামাল(৫০) ও আবুসাইদ (৪০) কে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) দেওয়ানগঞ্জ ডিবি পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী মাখনের চর গ্রাম থেকে ১৫ টি বড় গাঁজা গাছ সহ তাদের আটক করা হয়। গোলাম মোস্তফা ও আবুসাঈদ মাখনের চর গ্রামের মৃত্যু আব্দুল কদ্দুছের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, গোলাম মোস্তফা ও আবুসাঈদ তাদের নীজ বাড়ীতে ১৫টি গাঁজাগাছ চাষ করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে
এসআই নিরুপম নাগ ও এসআই রফিকুল ইসলাম শনিবার দিবাগত রাতে তাদের বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ টি গাঁজা গাছ সহ তাদের আটক করে।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি অফিসার ইনর্চাজ মোঃ রুহুল আমিন তালুকদার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মাখনের চর গ্রাম থেকে গাঁজা গাছ সহ ২জন কে আটক করা হয়েছে। রোববার সকালে দেওয়ানগঞ্জ মডেলথানায় মাদক আইনে নিয়মিত মামলার মাধ্যমে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।