মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তীতে ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১০মে)) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
থানার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এর নেতৃত্বে এসআই হাসেম, হারুন, শফিউল্লাহ ও জামালসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল মদ উদ্ধার করে। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। উদ্ধারকৃত মদের দাম ৪০ লক্ষ টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।