ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক “বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।”
এই প্রতিপাদ্যে জামালপুর সদরে তিতপল্লা ইউনিয়নে নারায়নপুর তদন্ত কেন্দ্রের আওতাধীন ১৫নং রশিদপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে ১৫নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো: আতিকের সভাপতিত্বে সভায় জামালপুর (সদর সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন,নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান ও রশিদ পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন মাস্টারসহ অনেকেই বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ বক্তারা মাদক, বাল্য বিবাহ সহ নানাবিধ সমস্যা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সকলের অভিযোগ সমূহ গুরুত্বের সাথে আমলে নেন। এবং সকল প্রকার সামাজিক অপরাধ, মাদক, চুরি, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের অপরাধে সামাজিক সচেতনতার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এবং তিনি অভিযোগদাতাদের প্রতিটি আমলযোগ্য অপরাধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেন।