ছাইদুর রহমান,নিজস্ব প্রতিবেদক:জামালপুরে নব নিযুক্ত সিভিল সার্জন ডাঃ আজিজুল হককে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার জামালপুর জেলার নব-নিযুক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হককে জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতি কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লিনিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ এম আর সিদ্দিক, এস এম মাসুদ আলম খোকন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমীন মিজান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান লোটাস, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম রেজা এবং কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।