ওসমান হারুনী,নিজে নিউজ ডেস্ক:
জামালপুরে সিংহজানী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ ২০২৪-২৫ অর্থ বছরের আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
এসময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মতর্তা ইসরাত আহমেদ সহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, চলতি মৌসুমে জেলায় সরকারি ভাবে ৭ হাজর ৫৮১ মেট্রিক টন ধান,১৫ হাজার ৬২৯ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিবদ্ধ ১৫১জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি মূল্যে সিদ্ধ চাল, ৪৬ টাকা কেজি মূল্যে আতপ চাল এবং কৃষকরা ৩৩ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন।