সিজে নিউজ ডেস্ক :জামালপুরে মোটরসাইকেলে নিয়ে স্ত্রীকে বেড়াতে গিয়ে জামালপুর জাহেদা সফির মহিলা কলেজ শিক্ষক রাজুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদরের মহেশপুর কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা য়ায়,জানা গেছে, জামালপুর সদরের নান্দিনার নিজ বাড়ি থেকে শনিবার বিকেলে রাজু আহমেদ তার স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হন। ঘোরাঘুরি করে জামালপুর শহরে ফেরার পথে সদর উপজেলার মহেশপুর কালিবাড়িতে আসলে মোটরসাইকেলের পেছনের আসন থেকে পিছলে পড়ে যান সাদিয়া আক্তার।
স্ত্রী পেছনের আসন থেকে পড়ে গেলে পেছনে তাকালে চালক রাজু আহমেদ তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় রাজু আহমেদ। পরে স্থানীয়রা রাজু আহমেদ ও সাদিয়া আক্তারকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিয়া আক্তার হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত ও আহত স্বজনরা জানান,রাজু-সাদিয়ার বিয়ে বছর খানেক আগে হয়েছে। রাজু আহমেদ চল্লিশতম বিসিএসের শিক্ষা ক্যাডার লাভ করে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিজ্ঞানের প্রভাষক হিসেবে চাকরি করছেন।
তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। চাকরির সুবাদে জামালপুর শহরেই বসবাস করেন। নিহত রাজু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের এবং সাদিয়া সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করেন বলে জানান হিমেল।