ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
জামালপুরে বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামপুর উপজেলাশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর)ইসলামপুর থানা মোড় বটতলা মোড়ে ইসলামপুর উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হযরত শাহ কামাল( র:) জেনারেল হাসপাতালে পরিচালক এ্যাডভোকেট আনসার আলী, তুষার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক আব্দুল লতিফ, ল্যাব কেয়ার ডায়াগনস্টিক পরিচালক আলম খান, ইসলামপুর যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক রফিকুল ইসলাম ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক আব্দুল হাকিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জামালপুর শহরে গত বৃহস্পতিবার দিবাগত-রাতে এম এ রশীদ হাসপাতালে একদল দুর্বৃত্ত ফিল্মি কায়দায় হামলা করে হাসপাতালের মেইন ফটকের দরজা, জানালা সহ আসবাবপত্র ভাঙচুর, টাকা লুটপাট করে ক্ষতি সাধন ও কর্মরতদের অনেকেই আহত করে। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সবাই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় দাবি জানান।