ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক: জামালপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারি) জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজনে পুলিশ লাইন্স ভেন্যুতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।