আজ বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসব শুভ উদ্বোধন অনুষ্ঠানে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল হক, শাহজালাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন নববর্ষের প্রকাশনা, স্টিকার, ক্যালেন্ডার, বাচ্চাদের বই, বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান এবং ইসলামিক বই বিক্রি ছাড়াও সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, ব্লাড প্রেসার ও ফ্রি ঔষধ পাচ্ছে।
চিকিৎসা সেবায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন, যারা মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।