ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউপির বোলাকীপাড়া পোড়াতন বাজার থেকে ছত্তর হাজী, মধুহাজী, বোলাকীপাড়া নতুন বাজার, মোশাররফের বাড়ি হয়ে দশানী নদীর খেয়া ঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে। ফলে গ্রামীণ এই জনপদের মানুষ চলাচলে দূর্ভোগে পড়েছেন।
স্হানীয় সচেতন মহলরা জানান, দীর্ঘদিন আওয়ামী লীগ নামে একটা দল ক্ষমতা থাকার পরও বোলাকীপাড়ায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের নামে হয়েছে হরিলোট।
এলাকাবাসীর আক্ষেপ, বোলাকীপাড়া এলাকায় অনেক লোকজনের বসবাস শুধু একটা পাকা রাস্তা ও দশানী নদীতে ব্রীজ না থাকার কারণে অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দিয়ে প্রতিদিন আশপাশের কয়েকটা গ্ৰামের লোকজনও চলাচল করে । ট্রাক, বাস, অটোভ্যান, অটো গাড়ি, সাইকেল এগুলো চলাচলের তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। বিশেষ করে গর্ভবতী মায়েদের সমস্যা বেশি হয় এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরও চলাচলের সমস্যা হয়ে পড়ে।
তাই এব্যাপারে এলাকাবাসীর সচেতন মহল গ্রামীন জনপদের রাস্তাটি পাকা করণসহ চলাচলের উপজযোগী করে তুলার জন্য ইসলামপুর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।