ইসলামপুর অফিস:
ইসলামপুর ঋষিপাড়া জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে পরিতোষ বিশ্বাস (৪৫) নামে এক জন আহত হয়েছে।
জানা যায়, ইসলামপুর পৌর এলাকার চরগাওকুড়া ঋষিপাড়া পরিতোষ বিশ্বাস (৪৫)এর সাথে প্রতিবেশী অখিল (৩৫) এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে
রবিবার বিকালে উক্ত জমি নিয়ে দু’পক্ষের কথা কাটি এক পর্যায়ে অখিল লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় পরিতোষ হাত দিয়ে লাঠি ফেরাতে গেলে হাত কেটে গিয়ে গুরুতর আহত হয়।
এব্যাপারে আহত পরিতোষ জানান,বিরোধকৃত জমির তার নামে কাগজপত্র রয়েছে। অন্যায়ভাবে সে জবর দখল করে রেখেছে। তার উপর হামলা ঘটনার তিনি ন্যায় বিচার চেয়েছেন।