নিজস্ব প্রতিবেদক: জামালপুরে ইসলামপুরে একটি বাক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী জামিন না হওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী পরিবারের উপর হামলা করার ঘটনা ঘটেছে। হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারে ৪জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌর শহরের ভাটিপাড়া গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায়,বুধবার (২৫জুন) বিকালে পলবান্ধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আব্দুল মালেক এর সাথে প্রতিবেশী একই গোষ্ঠীর মুখললেছের সাথে পারিবারিক জমাজমিসহ আদালতে বিচারাধীন একটি ধর্ষণ মামলা আসামী জামিন না হওয়া নিয়ে কথা কাটা-কাটি হয়।এক পর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী পরিবারের উপর অতর্কিত হামলা করে। হামলা ঘটনায় বাদী পক্ষের মাহমুদ হাসান(৩০), অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক(৬০), মাসুদা আক্তার (২৫), বিলকিস(২২) ও আল আমিন(৩৫)সহ ৪জন আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার থানায় মামলা হওয়ায় ইসলামপুর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আসামী পক্ষের কমলা(২৮), খাদিজা(১৮), আবু সামাদ(৩২)কে আটক করে জেলহাজতে প্রেরণ করে।
ভোক্তভোগী বাদীপক্ষের আতিকুল্লাহর অভিযোগ, আমার বোন বাক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামীরা জামিন না হওয়ায় বুধবার আসামী পক্ষের লোকজন বাড়িতে এসে আমাদের পরিবারের উপর হামলা করে বাবা, ভাই-বোনকে গুরুর আহত করেছে। এরপর সকালে নিজেরাই নিজেদের বাড়ি ঘরে জিনিসপত্র এলোমোলো করে মিথ্যা মামলার করার পায়তারা করছে।
বিবাদী পক্ষের মুখললেছ উপরোক্ত অভিযোগ অস্বীকার করে জানান, বাদীপক্ষের ভাই সমন্বয়ক পরিচয়কারী আতিকুল্লাহ তার লোকজন নিয়ে সকালে তাদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটতরাজ করেছে এবং নিজেরাই আহত হয়েছে। আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফে রব্বানী জানান,থানায় এক পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়ে ৩জনে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।