নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে "রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসা" এবং "সুলতান হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে।
আহতরা শেরপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ উবাইদুল, রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার দুইজন ছাত্রীকে তাদের মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে ছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবককে অনুরোধ করেন। এ সময় রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ মফিজুর রহমান এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারি মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ কল দিলে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, উপজেলার গাইবান্ধা কড়ইতলা এলাকায় মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। পরে দু'জনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষের লোকজন। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা জেলা ও উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।