সিজে নিউজ ডেস্ক:
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস জামালপুরের ইসলামপুরে বিএনপি ও শ্রমজীবীরা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে।
বৃহস্পতিবার মে দিবসে শহরে উপজেলা বিএনপি’র দুইটি গ্রুপ ও বিভিন্ন সংগঠনের কর্মজীবীরা পৃথক পৃথক ব্যানারে শোভাযাত্রা বের করে।
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু নেতৃত্বে ইসলামপুর অডিটরিয়াম থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। বটতলা চত্বরে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিনের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম সহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নাজিম হেসেন লোমানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমের মর্যাদা রক্ষায় আপোষহীন সংগ্রাম করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আছে এবং থাকবে।
অপরদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে থানা মোড় বটতলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা পরিবেশ ও শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমসহ অনেকেই বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এএস এম আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফাই এদেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ। এই ৩১ দফার মধ্যেই শ্রমিকদের অধিকার ও মর্যাদা সংরক্ষিত আছে। তাই আমাদেরকে সকল শ্রেণি-পেশার মানুষের মান-মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ, যোগ্য, দক্ষ, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
ওএইচ/সিজে নিউজ/২মে-২০২৫ইং।