ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ রবিবার বিশেষ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে,ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে ইসলামপুর পৌর শহরে অভিযান চালিয়ে যুবলীগের দুই সক্রিয় কর্মী ও নিষিদ্ধ ঘোষিত এক ছাত্র লীগের নেতাসহ মোট তিন জনক আটক করে।
আটককৃতরা হচ্ছেন, চরগোয়ালিনী ইউনিয়নের মরহুম জামালপুর উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় কর্মী ও চরগোয়ালীলিনী ইউপি ৫নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন রশীদ দুলাল (৪৫)।
পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ খানবাড়ী মরহুম শহিদুর রহমান খানের ছেলে পলবান্ধা ইউপি ১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান @শামীম (৩৫)।
এছাড়াও পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামের ফজলুর রহমান ওরফে গোলজার মহরীর ছিলে নিষিদ্ধ ঘোষিত ইসলামপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তানজিল হোসেন (২৩)।
এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় ইসলামপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের ইসলামপুর থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।