প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:২৪ এ.এম
ইসলামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড় গরু মই দৌড় খেলা অনুষ্ঠিত
ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:
জামালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু মই দৌড় প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের পূর্ব গামারিয়া ও মুখশিমলা ছাত্র ও যুব সমাজের আয়োজনে
মঙ্গলবার (২১জানুয়ারি)বিকালে আয়োজক কমিটির দেলোয়ার হোসেন মন্ডলে সভাপতিত্বে পূর্ব গামারিয়া ও মুখশিমলা দালালবাড়ী পশ্চিম পার্শ্বে মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় গাইবান্ধা আগুনের চরের পাঙ্খা আলীর গরু মই দৌড়ে বিজয়ী হয়। ২য় স্হান অধিকার করে একই ইউনিয়নের চন্দনপুরের হাবু বেপারীর টিম। খেলায় শুরু থেকে বিভিন্ন এলাকার ১০টি টিম অংশ নেয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু ও বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবসহ অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলার ঐতিহ্যবাহী ষাড় গরু দিয়ে মই দৌড় প্রতিযোগিতাটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় হয়। অনেকেই খেলা দেখতে এসে আবেগে আপ্লুত হয়ে বলেন, তারা গত ৪০বছরের মধ্যে এই ষাড় গরু মই দৌড় খেলা দেখেনি। তাই তারা পরিবারে শিশু, ছোট বড় সবাইকে নিয়ে খেলা দেখতে এসেছেন। ষাড় গরু দিয়ে মই দৌড় খেলাটি যাতে আয়োজক কমিটি প্রতিবছরই আয়োজন করে এই দাবিও জানান অনেকেই।এব্যাপারে আয়োজক কমিটির দেলোয়ার হোসেন মন্ডল ও রাজিব জানান, সবার সহযোগিতা পেলে এখন থেকে মই দৌড় খেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হবে।
পুরস্কার বিতরণ সময় সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু প্রতি বছরই খেলাটি আয়োজন করতে আয়োজক কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু মই দৌড় প্রতিযোগিতাটি প্রতিবছরই অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা সকলের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত