1. cjnewsbd24@gmail.com : CJ NEWS 24 : CJ NEWS 24
  2. info@cjnews24.com : 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒 :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে ইসলামপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ওসমান হারুনী,সিজে নিউজ ডেস্ক:

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে জামালপুরে ইসলামপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

জানা গেছে,জামালপুরের ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ গ্রামে মরহুম রিয়াজুদ্দিন কাসারী উত্তোরসূরি ইসমাইল ও শাহজালাল গংদের সাথে একই এলাকার মৃত: দেবন্দ্র চন্দ্র দাসের ছেলে বিরেন্দ্র চন্দ্র দাসের ৯৮শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মোকদ্দমা চলছে।  আদালত উভয় পক্ষের শান্তি শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি উক্ত বিরোধকৃত জমিতে অবস্হায়ী নিষেধাজ্ঞা জারিও করে।

বাদি বিরেন্দ্র চন্দ্র দাসের অভিযোগ, আদালতে অস্হায়ী নিষেধাজ্ঞা অমান্য করে মরহুম রিয়াজুদ্দিন কাসাঁরীর পক্ষে লোকজন  উক্ত বিরোধকৃত জমিতে বসতির স্হাপনা নির্মাণ করে।

আদালতে নিষেধাজ্ঞা অমান্য বিষয়টি ব্যাপারে  আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ দিলে সোমবার সকালে যৌথ বাহিনীর একটি দল ঘটনা স্হল  উত্তর দরিয়াবাদ উক্ত অভিযান পরিচালনা করে বসতি স্হাপনা সরিয়ে দেন।

এব্যাপারে রিয়াজ উদ্দিন কাসারীর উত্তোর সূরি মাসুমের অভিযোগ, জমি নিয়ে আমরাও আদালতে মোকদ্দমা করেছি।  মেয়াদ উত্তীর্ণ একটি অস্হায়ী নিষেধাজ্ঞা মূলে আইনশৃঙ্খলা বাহিনী উক্ত বসতভিটা  অভিযান করে। এসময় আমাদের টিনসেট দুইটি ঘর,টয়লেট,টিনের বেড়া ও গাছপালাসহ স্হাপনাগুলি উচ্ছেদ করা হয়। আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল। আমরা কোন বাঁধা দেইনি।

এব্যাপারে ইসলামপুর থানা অফিসার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,জমিটি নিয়ে উভয় পক্ষে আদালতে মোকদ্দমা চলমান, আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় অস্হায়ী নিষেধাজ্ঞা জারি করেছে তাই  অভিযোগের ভিত্তিতেই অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সিজে নিউজ © 𝐂𝐉 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟒
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট